শিশুর মস্তিষ্ক বিকাশের তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে ‘ডেভেলপমেন্ট ডিসঅর্ডার’ বা প্রতিবন্ধিতার সমস্যা-সংক্রান্ত আগাম ধারণা পাওয়া যেতে পারে। ছবি: বিবিসিমানব শিশুর মস্তিষ্ক এতটাই দ্রুত বাড়ে যে প্রথম ৯০ দিনেই একজন প্রাপ্ত বয়স্কের মস্তিষ্কের অর্ধেক আকারে পৌঁছে যায় তা। সর্বাধুনিক স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্ক বিকাশের এই গবেষণা অটিজমের মতো প্রতিবন্ধিতার প্রাথমিক লক্ষণ শনাক্তে সাহায্য করতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। বিবিসি এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে। মস্তিষ্কের যে...

